সফটওয়্যার আনইনষ্টল করা
বিভিন্ন কাজের সুবিধাথে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার পয়োজন
হয়. এজন্য উক্ত সফটওয়্যারটি ইনস্টল করতে
হয়। আবার ইনস্টলকৃত সফটওয়্যার পয়োজন শেষে আনইনস্টল করে নেওয়া ভাল। এতে মেমোরির
জায়গা ফাঁকা হয়ে যায়। ফলে কম্পিউটারের গতি ভাল থাকে। সফটওয়্যার আনইনস্টল করলে তা
কম্পিউটার থেকে পুরাপুরি হারিয়ে যায় না। প্রয়োজন হলে পুনরায় ইনস্টল করলে আবার তা
ব্যবহার উপযোগী হয়ে যায়।
প্রয়োজনীয় উপকরণ:
¨
ডেস্কটপ বা ল্য্যাপটপ কম্পিউটার
¨
অপারেটিং সিস্টেম Windows7
¨
নির্বাচিত
অ্যাপ্লিকেশন সফটওয়্যার
কাযপদ্ধতিঃ
প্রথমে ‘Start’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর Start মেনু থেকে Control Panel এ
ক্লিক করতে হবে।
Control Panel উইন্ডো খুলবে। View by থেকে Category সিলেক্ট করতে হবে। এরপর Programs অংশে ‘Uninstall a program’ এ ক্লিক করতে হবে।
নতুন একটি উইন্ডো খুলবে। এখানে ইনষ্টলকৃত সফটওয়্যার এর
তালিকা দেখা যাবে। যে সফটওয়্যারটি আনইনষ্টল করা প্রয়োজন সেটি সিলেক্ট করে ‘UNINSTALL’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর একটি
Confirmation Message আসবে।
OK বাটনে ক্লিক করলে সফটওয়্যারটির Uninstallation প্রক্রিয়া সম্পন্ন হবে। কোন সফটওয়্যার আনইনষ্টল
করার পর কম্পিউটার একবার Restart দিয়ে ব্যবহার করা উচিত।
No comments