Microsoft Word 2016 Interface
Microsoft Word, Microsoft Office প্যাকেজ এর একটি
গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। Microsoft Word একটি শক্তিশালী Text Editing সফটওয়্যার। এই Lesson এ Microsoft Word 2016 এর Interface পরিচিতি তুলে ধরা হল।
প্রথমে Start Menu থেকে Microsoft Word এ ক্লিক
করে সফটওয়্যারটি চালু করলে নিচের Page খুলবে।
এই page
এ দুইটি অংশ। Recent অংশে বর্তমানে যে সব ডকুমেন্টে কাজ করা
হয়েছে,
সেগুলো প্রদর্শিত হবে। Template অংশে বিভিন্ন
Template প্রদর্শিত হবে। এখান থেকে প্রয়োজন
অনুযায়ী Template
Select করলে মুল Interfaceটি প্রদর্শিত হবে।
Microsoft Word 2016 Interface |
Interface এর সবার উপরের বারটি Title Bar. এর সর্ব বামে Quick Toobar, মাঝে Title বা Document টি যে নামে Save করা হবে, সেই নাম প্রদর্শিত হবে।
ডান পাশে চারটি আইকোন প্রদর্শিত হচ্ছে।
1. Ribbon Display Option - এর মাধ্যমে Ribbon টি বিভিন্নভাবে Display করাতে পারবেন। 2. Minimize - এই Icon Click করলে Software টি Minimize হয়ে যাবে অর্থাৎ Screen এ
Software টি দেখা যাবে না। পরবর্তীতে Taskbar এ Software Icon এর উপর Click করলে আবার Display হবে।
3. Restore Down - এই Icon Click করলে Software Size ছোট/বড় হবে।
4. Close - এই Icon Click করলে Software বন্ধ হয়ে যাবে।
পরবর্তী বারটি Menu Bar। এখানে File, Home, Insert, Design, Layout, References, Mailings, Review, View নামে বিভিন্ন Menu প্রদর্শিত হচ্ছে। এই Menu এর অধীনে আবার বিভিন্ন Submenu আছে।
Menu Bar এর নিচের বারটি Ribbon।এখানে বিভিন্ন Icon প্রদর্শিত হয়। এসব Icon ব্যবহার করে খুব সহজে Text Editing এর কাজ করা যায়।
Ribbon এর নিচের সাদা অংশটি Text Editor. এই Text Editor এ মূলত লেখালেখির কাজ করা হয়।
Text Editor এর নিচের বারটি Status Bar. এর সর্ব বামে কতগুলি Page ও Word নিয়ে কাজ করা হয়েছে, সে সংখ্যা প্রদর্শিত হবে। ডান পাশের প্রথম Icon তিনটি Layout Icon এবং এর পরের অংশটি Zoom Level. এর মাধ্যমে Text Editor Size ছোট/বড় করা যায়।
No comments