প্রথম প্রেম
রাতের নিঃস্তব্ধতায় মনে পড়ে
দিনের কোলাহলে মনে পড়ে
ভোরের স্নিগ্ধতায় মনে পড়ে
আমার প্রথম প্রেম
কোথায় আছ, কেমন আছ
যেথায় থাক, ভাল থেকো।।
তোমার মিষ্টি হাতের পরশ
দুষ্টমি ভরা হাসি আর
ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না
ভুলতে পারি না,
পারিনা ভুলতে তোমার
মায়া ভরা মুখখানি।
প্রথম প্রেম তুমি
যেথায় থাকো, যার সাথে থাকো
ভালো থেকো।।
No comments