জীবনের পথে
বদলে যায় সম্পর্কের ধরণ
ভেঙ্গে যায় রক্তের বাঁধন,
বড় স্বার্থপর এ দুনিয়ায়
জীবন চলে জীবনের নিয়মে।
সময়ের পরিক্রমায় তৈরী হয়
নতুন সম্পর্ক
ম্লান হয়ে যায় পুরনো
সম্পর্ক
প্রকৃতির এক নিষ্ঠুর খেলায়
আজ যে প্রিয়, কাল সে অপ্রিয়
তবুও জীবন চলে প্রকৃতির
নিয়মে।
বিধাতার দুনিয়ায় কেউ ধনী,
কেউ গরীব
কেউ হয় সৎ, কেউবা অসৎ
সম্পর্কের ধরন যায় পাল্টে
অতীত ভেসে যায় সময়ের স্রোতে
তবুও জীবন চলে সময়ের নিয়মে।|
No comments