Header Ads

Computer Basics - Lesson 1


কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার ইংরেজী Compute শব্দ থেকে Computer শব্দ তৈরী হয়েছে ১৩৭৫ থেকে ১৪২৫ খ্রিষ্টাব্দ সময়কালে Compute শব্দটির উপত্তি হয় Compute’ শব্দের অর্থ ‘গণনা করা’ আর ‘Computer’ শব্দের অর্থ ‘যে গণনা করতে পারে’। তবে বর্তমানে Computer শুধু গণনাকারী যন্ত্রই নয় বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার রয়েছে। এক কথায় বলা যায়, Computer হচ্ছে এক ধরনের ডিজিটাল যন্ত্র যা প্রক্রিয়াকরণ করতে পারে। 



বর্তমানে Computer ব্যবহৃত হচ্ছে অফিসে, ব্যবসা-বাণিজ্যে, হাসপাতাল, পুলিশ ষ্টেশন, মহাকাশ ষ্টেশন সহ সকল ক্ষেত্রে। যোগাযোগ রক্ষা, সময় গণনা, বিনোদন সহ সকল ক্ষেত্রে রয়েছে এর ব্যাপক ব্যবহার। নিত্যদিনের ব্যবহার করা আপনার ডিজিটাল ঘড়ি, হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটর, সংযোগ রক্ষার্থে ডিজিটাল টেলিফোন, ডিজিটাল ক্যামেরা সহ সব ধরনের ডিজিটাল ইলেক্ট্রনিক্স যন্ত্রই Computer এর অংশ বিশেষ বা Computer প্রযুক্তি ব্যবহার করে তৈরী করা।    

কম্পিউটার পরিচিতিঃ 
Computer মূলত কয়েকটি ইলেক্ট্রনিক্স যন্ত্রের সমাহার। বক্সের মত দেখতে ডিভাইসটি মূলত কম্পিউটার। এটিকে System Unit বা Central Processing Unit সংক্ষেপে CPU বলে। Computer এ মূলত Information বা তথ্য দিতে হয় এবং সে Process বা কার্য সম্পাদনের পরে ফলাফল দিয়ে থাকে। CPU এর মাধ্যমেই Computer সব ধরনের Processing এর কাজ করে থাকে।
Introduction to Computer
  
   Computer এর সাথে একটি টাইপ রাইটার থাকে। এর মাধ্যমে CPU এ বিভিন্ন ধরনের Information দেয়া হয়। Computer এর ভাষায় এটির নাম Keyboard
     CPUProcess করা ফলাফল দেখার জন্য টেলিভিশনের মত দেখতে একটি ডিভাইস আছে। নিষ্প্রাণ দেহের Computer এর ভাষায় একে Monitor বা Visual Display Unit সংক্ষেপে VDU বলে।  
     এছাড়া ইঁদুরের মত দেখতে লম্বা লেজওয়ালা ছোট ডিভাইসকে Mouse বলে।



Input Device:  
যে সব যন্ত্র দিয়ে কম্পিউটারে বিভিন্ন তথ্য প্রদান করা যায় বা কম্পিউটারকে বিভিন্ন কাজের নির্দেশ প্রদান করা যায়, তাদেরকে Input Device বলে যেমন-কীবোর্ড, মাউস, স্কানার, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যামেরা ইত্যাদি।


Input Devices
Input Devices

Output Device: কম্পিউটারে প্রসেসকৃত বিভিন্ন কাজের ফলাফল দেখার জন্য বা কোন তথ্য বের করার জন্য যে সব ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহ্রত হয়, তাদেরকে Output Device বলে।যেমন- মনিটর, প্রিন্টার, স্পীকার ইত্যাদি।


Output Devices
Output Devices



Hardware: 
কম্পিউটারের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি বা যন্ত্রাংশকে Hardware বলে। এক কথায় কম্পিউটার বলতে যে সব যন্ত্র বা যন্ত্রাংশ আমরা দেখি, তা সবই Hardware যেমন- সিপিইউ, মনিটর, কীবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি

Software: 
যার মাধ্যমে কম্পিউটারের  গুলিকে সচল ও কাজের লক্ষ্যে পরিচালনা করা যায়, তাকে Software বলে। Software ছাড়া Hardware নিষ্প্রাণ দেহের মত। এই নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করে Softwareযেমন- Microsoft Windows, Microsoft Office ইত্যাদি।
Software দুই প্রকার। যথাঃ 1. System Software বা Operating System
                          2. Application Software     




Operating System: 
যে Software কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Operating System বা System Software বলে। হার্ডওয়্যার দিয়ে এ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলি করিয়ে নেওয়ার ব্যাপারে Operating System সম্বন্বয়কারীর ভূমিকা পালন করে। 


Microsoft Windows
Operating System















No comments

Powered by Blogger.