Header Ads

অস্পৃশ্য মানবী















মায়াবী দুটি চোখে 
কি খোঁজ তুমি আকাশের পানে চেয়ে,
কাজল কালো ঐ দুটি চোখে
কেন এত হতাশা, কেন এত কষ্ট,
হরিণী ঐ চোখ বেয়ে
কেন গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রুজল,
ঐ মুখে দেখি না কেন হাসির ফোয়ারা
দেখি না কেন আলোর ছটা,
ঐ মুখটাকে রেখছ কেন অন্ধকার করে
কি এত কষ্ট তোমার বুকের ভিতরে।
সন্ধ্যার ম্লান আলো যখন ঐ মুখটিতে পড়ে
মনে হয় যেন চাঁদ নেমে এসেছে পৃথিবীতে।
আলো আধাঁরের মিষ্টি খেলায় লাস্যময়ী তুমি
রাতের নিস্তব্ধতায় হয়ে ওঠো আরও অপরুপা।
স্বপ্ন চারিনী তুমি
স্বপ্নে আস বারবার,
স্বপ্নেই ভালবেসেছি তোমায়
স্বপ্নেই হারিয়েছি আবার।
অস্পৃশ্য মানবী তুমি
তোমায় আমি ভালবাসি।। 

No comments

Powered by Blogger.